বাসস বিদেশ-৭ : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মডার্নার ভ্যাকসিন প্রয়োগ

184

বাসস বিদেশ-৭
স্বাস্থ্য-মার্কিন-মডার্না
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মডার্নার ভ্যাকসিন প্রয়োগ
হার্টফোর্ড (যুক্তরাষ্ট্র), ২২ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেক্টিকাটের একটি হাসপাতালের একজন নার্স সোমবার প্রথম মডার্না’র কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণ করেছে। খবর এএফপি’র।
হার্টফোর্ড হেলথ কেয়ারে কর্মরত ম্যান্ডি দেলগাদোকে ইভেন্টের লাইভ ফিডে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে (গ্রিনিজ মান সময় ১৬৪০ টায়) ভ্যাকসিন নিতে দেখা গেছে।
চারিপাশে করতালির মধ্যে দিয়ে নিবিড় পরিচর্যায় থাকা নার্সকে বলতে শোনা যায়, ‘আমি উৎকন্ঠিত. আমি নিজেকে বিশেষ সুবিধাপ্রাপ্ত মনে করছি।’
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুক্রবার গভীর রাতে ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের ঘোষণা দেওয়ার পর এটি ছিল মডার্নার ভ্যাকসিনের প্রথম প্রয়োগ। করোনাভাইরাসে ভয়াবহ আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন প্রদান শুরুর ঠিক এক সপ্তাহ পওে মডার্নার ভ্যাকসিটি আসে।
বাসস/অনু-জেজেড/২০৩৫/কেএমকে