বাসস দেশ-৩১ : প্রধানমন্ত্রীর আর্তমানবতা কার্যক্রমে বারভিডার এম্বুলেন্স প্রদান

138

বাসস দেশ-৩১
বারভিডা-এম্বুলেন্স-পিএমও
প্রধানমন্ত্রীর আর্তমানবতা কার্যক্রমে বারভিডার এম্বুলেন্স প্রদান
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২০ (বাসস): প্রধানমন্ত্রীর আর্তমানবতা মূলক কার্যক্রমে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) এম্বুলেন্স প্রদান করেছে।
আজ মঙ্গলবার বারভিডার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে এম্বুলেন্সটি হস্তান্তর করে। বারভিডার এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইচ প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (স¤্রাট) এবং ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে বারভিডার দেয়া এম্বুলেন্সটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালকে বরাদ্দ দেয়া হয়েছে। ওই একই অনুষ্ঠানে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন এম্বুলেন্সটি গ্রহণ করেন।
বাসস/পিআর/এএএ/১৯২০/আরজি