বাসস দেশ-২৮ : বগুড়ায় ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’

95

বাসস দেশ-২৮
কৃষক-সমাবেশ
বগুড়ায় ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’
বগুড়া, ২২ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলায় প্রায় ১০০ কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা শহরের জলেশ্বরীতলাস্থ মাইডাস সেন্টারের কনফারেন্স রুমে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু। প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সফল কৃষি উদ্যোক্তা মাসুদুর রহমান মিলন (সিআইপি) ও কৃষি সংগঠন ও বিটিভি’র মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।
বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবি) এর যৌথ উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদেরকে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। সারাদেশে ক্রমান্বয়ে এরকম সমাবেশের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের স্বল্পসুদে ও সহজশর্তে ঋণ প্রদানের জন্য স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবি) এর যৌথ উদ্যোগে ভরসার নতুন জানালা স্লোগানে এই কৃষি উদ্যোক্তা সমাবেশের আয়োজন করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯০০/কেজিএ