বাসস রাষ্ট্রপতি-১ : বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোজাম্মেল হক খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

153

বাসস রাষ্ট্রপতি-১
হামিদ-শোক
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোজাম্মেল হক খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হল। আইনজীবী হিসেবে তিনি জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাষ্ট্রপতি মরহুম মোজাম্মেল হক খান রতনের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম রতন ছিলেন ন্যাপের একজন কেন্দ্রীয় নেতা। তিনি গত রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোজাম্মেল হককে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাসস/এসআইআর/এএএ/১৬১০/আরজি