দেশের নদ-নদীর ৩৪টি সমতল স্টেশনে পানি বৃদ্ধি ও ৫৬টিতে পানি হ্রাস

166
ঢাকা, ১২ আগস্ট, ২০১৮ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন নদ-নদীর ৩৪টি সমতল স্টেশনে পানি বৃদ্ধি এবং ৫৬টিতে হ্রাস পেয়েছে ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ একথা জানায়।
আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই।
গত ২৪ ঘন্টায় কানাইঘাটে ১৩১ মিলিমিটার, ডালিয়ায় ১১৩ মিলিমটিার, লাল্লাখালে ৮২ মিলিমিটার,সুনামগঞ্জে ৫০ মিলিমিটার ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।