বাজিস-৫ : মাগুরায় পুনর্বাসিত ভিক্ষুকদের ভ্যানগাড়ি বিতরণ

153

বাজিস-৫
মাগুরা-ভ্যানগাড়ি বিতরণ
মাগুরায় পুনর্বাসিত ভিক্ষুকদের ভ্যানগাড়ি বিতরণ
মাগুরা, ১২ আগস্ট ২০১৮ (বাসস) : মাগুরা সদর উপজেলার ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুকদের সহায়তা প্রদান শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ রোববার সদর উপজেলা চত্বরে তিনজন ভিক্ষুকের মাঝে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত ৯ লাখ ৫০ হাজার টাকা থেকে পবিত্র ঈদ-উল-আযাহার আগেই পর্যায়ক্রমে স্ব-স্ব ইউনিয়ন থেকে দোকান ঘর নির্মাণ, মালামাল ক্রয়, হাঁস-মুরগী গরু ছাগল পালন ও ব্যবসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৩২৭/গিউ/-নূসী