বাসস ক্রীড়া-৯ : ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু কাল

168

বাসস ক্রীড়া-৯
বিএসজেএ-ক্রীড়া
ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু কাল
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস): বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনা ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ওালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল। প্রথমবারের মত এ আয়োজনে পাঁচ ডিসিপ্লিনে বিএসজেএ’র প্রায় ৫০ জন প্রতিযোগি অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ফেস্টিভাল উপলক্ষে আজ দুপুরে বাংণলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব আরাফাত জুবায়ের। বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএমইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি ও আয়োজক কমিটির আহবায়ক একেএম আবু সাদাত।
পাঁচ ইভেন্টের ( টিটি, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও ব্রীজ) প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য থাকছে ট্রফি ও অর্থ পুরস্কার। একজন করে নারী ও পুরুষ সেরা খেলেয়াড় নির্বাচিত হবেন সব ইভেন্টে পারফরমেন্সের ভিত্তিতে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্টানের পক্ষ থেকে বয়সের নিরিখে সিনিয়র ২০জনকে (আসরে অংশ না নিলেও) পুরস্কৃত করা হবে। টিটি ও ব্যাডমিন্টন খেলার আগে সব অংশহগ্রহনকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুরো আসরে স্বাস্থ্যাবিধি সতর্কতার সঙ্গে অনুসরন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাসস/১৮১৫/-স্বব