বাসস ক্রীড়া-৬ : প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড

130

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-টি-টুয়েন্টি
প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড
নেপিয়ার, ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে এগিয়ে থাকায় আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সফরকারী পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কিউইরা। অন্য দিকে টেস্ট সিরিজের আগে শেষ টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় পাকিস্তান। আগামীকাল নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান করে পাকিস্তান। অভিষেক ম্যাচ খেলতে নামা নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ৩৩ রানে ৪ উইকেট নেন।
নিউজিল্যান্ডের বোলারদের তোপে শুরুতে ৩৯ রানে ৫ উইকেট হারালেও, ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খানের ৪২, ফাহিম আশরাফের ৩১ ও ইমাদ ওয়াসিমের ১৯ রানে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। ১৫৪ রানের লক্ষ্যমাত্রা ৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। উইকেটরক্ষক টিম সেইফার্ট ৪৩ বলে ৫৭ রান করে দলের জয়ে অবদান রাখেন।
হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে পাকিস্তান। ৫৭ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কায় দুর্দান্ত ইনিংস সাজিয়েও সেঞ্চুরির না পাবার আক্ষেপে পুড়েছেন হাফিজ।
হাফিজের আক্ষেপের ম্যাচটি পরবর্তীতে ৯ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড। সেইফার্ট ৬৩ বলে অপরাজিত ৮৪ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৪২ বলে অপরাজিত ৫৭ রান করেন। ফলে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে কাঙ্খিত সিরিজ জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড।
সর্বশেষ দু’সিরিজে নিউজিল্যান্ডকে জিততে দেয়নি পাকিস্তান। ২০১৮ সালে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। ঐ বছরই অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
সিরিজ জিতে ইতোমধ্যে প্রতিশোধ নিয়েছে নিউজিল্যান্ড। এবার আরও একটি প্রতিশোধের পালা কিউইদের। ২০১৮ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধ। পাশাপাশি প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জাও দিতে চায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘দুই সিরিজ পর আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ। অতীতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারিনি আমরা। পাকিস্তান আমাদের হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চাই।’
অন্য দিকে সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে টেস্ট সিরিজের আগে জয় পেতে মুখিয়ে আছে পাকিস্তান। দলের অধিনায়ক শাবাদ খান বলেন, ‘টেস্ট সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে আমরা জিততে চাই। এতে দলের মধ্যে চাঙ্গাভাব থাকবে। সিরিজ হেরে আমরা হতাশ। তবে শেষ টি-টুয়েন্টিতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’
পাকিস্তান দল : শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগিলিজেন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
বাসস/এএমটি/১৮০৫/স্বব