বাসস বিদেশ-৩ : বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত

515

বাসস বিদেশ-৩
ভাইরাস-সংক্রমণ-ডব্লিউএইচও
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত
জেনেভা, ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
মস্কো সময় ২০ ডিসেম্বর ১৭:০৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় ৭ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৩৬৯ এবং মৃতের সংখ্যা ১৬ লাখ ৮০ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে বিশ্বে মোট ৭ লাখ ৯৫ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছে এবং ১০ হাজার ২৫৬ জন মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা তথ্যের ওপর ভিত্তি করে ডব্লিউএউচও এ পরিসংখ্যান তৈরি করে।
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের ৬৪ শতাংশের বেশি উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ঘটেছে। এসব দেশে এক দিনে ৫ লাখ ১১ হাজার ৮৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে ২ লাখ ৬৯৪ জন এ্বং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ৩৮ হাজার ১৯৭ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।
বাসস/এমএজেড/১২৩০/জুনা