বাসস দেশ-৩ : নাটোরে সেলাই মেশিন পেলেন ৬৫ প্রশিক্ষিত নারী

117

বাসস দেশ-৩
সেলাই-মেশিন
নাটোরে সেলাই মেশিন পেলেন ৬৫ প্রশিক্ষিত নারী
নাটোর, ২১ ডিসেম্বর, ২০২০ (বাসস) : আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে নাটোরে। আজ সোমবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মেশিনগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তবে সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্র্শী নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিক পথ পরিক্রমায় ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি উন্নত দেশের মধ্যে একটি হবে। এ লক্ষ্য অর্জন দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়ন কাজে নিয়োজিত করা হচ্ছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভঅর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৪০/নূসী