মিয়ানমারে ডেঙ্গু জ্বরের হার অর্ধেকে নেমেছে

215

ইয়াঙ্গুন, ১২ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারে এ বছরের প্রথম আট মাসে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক কমে গেছে।
রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত ১১ হাজার ৭শ’ ৫০ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫৯ জন মারা গেছে। গত বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল শতাধিক।
এই সময়ের মধ্যে শুধুমাত্র সাগাইং অঞ্চলেই ডেঙ্গু জ্বরে ৯৫০ জন আক্রন্ত হয়েছে। এদের মধ্যে আট জন মারা গেছে। অঞ্চলটির ইনমাবিন, কালে, পালে, মনিওয়া ও সালিঙ্গি শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ডেঙ্গু ভাইরাসে মূলত ১৫ বছরের কম বয়সী শিশুরা আক্রন্ত হয়। মূলত আয়াইয়াওয়াদি ও ইয়াঙ্গুন অঞ্চল ও মোন রাজ্যে এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ভাইরাসে সংক্রমিত মশার কামড়ে এই রোগ মানব দেহে ছড়িয়ে পড়ে। এর আগে শুধু বর্ষা মৌসুমেই এই রোগের প্রাদুর্ভাব ঘটলেও এখন সারা বছরই রোগটি দেখা দেয়।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে সারা দেশে ৩১ হাজারেরও বেশি লোক মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৯২ জনের মৃত্যু হয়েছে।