সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

414

সিলেট, ২০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সিলেটে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের (২৮) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল গ্রামের আতাউর রহমানের ছেলে মাসুম (২৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি হলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০)। দুর্ঘটনায় হতাহতরা পরস্পর আত্মীয়।
আজ রোববার দুপুর সোয়া দুইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হয়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম ও তাহেরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুস সালাম সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসযাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।