বাজিস-৪ : পিরোজপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে

197

বাজিস-৪
পিরোজপুর-জাদুঘর নির্মাণ
পিরোজপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে
পিরোজপুর, ১২ আগস্ট, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় পিরোজপুরে ৩টি প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। ১ কোটি ৫ লক্ষ টাকার ব্যয়ে পিরোজপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৩টি ঐতিহাসিক স্থানে এ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় জানান, পিরোজপুরের বলেশ্বর খেয়াঘাটের বধ্যভুমিতে একটি, মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামের শহীদ নায়েক মোতালেব এর স্মৃতি রক্ষার্থে ১টি এবং নেছারাবাদের কুড়িয়ানা গণহত্যার স্থানে ১টি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দ পাওয়া গেছে ৩৫ লাখ টাকা করে। পিরোজপুরে বলেশ্বর খেয়াঘাট বধ্যভুমিতে এ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জমির জটিলতা নিরসনে আজ পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহামুদ ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি সুশান্ত রঞ্জন রায় যৌথভাবে স্থান পরিদর্শন করেছেন। ২/১ দিনের মধ্যেই এখানের জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৩১০/নূসী