বাসস দেশ-৩৮ : অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে : জি.এম. কাদের

151

বাসস দেশ-৩৮
মতবিনিময়-পার্টি
অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে : জি.এম. কাদের
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুসংগঠিত হতে হবে। হকাররা অনেক নির্যাতিত, নিপিড়িত ও বঞ্চিত। তারা সুসংগঠিত নয় বলে নিজের স্বার্থে কাজ করতে পারে না।
আজ জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় হকার্স পার্টির সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
জি.এম.কাদের বলেন, রাজধানীসহ দেশের হকাররা বিভিন্নভাবে বঞ্চিত এবং অনিশ্চিত জীবন যাবন করছে। প্রভাবশালীদেল কবল থেকে বেরিয়ে আসতে হলে নিজেদের সংঘবদ্ধ হতে হবে এবং কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে।
বাসস/সবি/এমএআর/১৯৪৫/-স্বব