বাসস ক্রীড়া-১৩ : শুরু হলো বঙ্গবন্ধু ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট

141

বাসস ক্রীড়া-১৩
ব্যাডমিন্টন-র‌্যাংকিং
শুরু হলো বঙ্গবন্ধু ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২০(বাসস) : প্রায় দেড়শ শাটলারের অংশগ্রহনে আজ শুরু হয়েছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট। শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। তথ্য কমিশনার ও ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুগ্ম সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া পৃষ্ঠপোষক ইভ্যালির এক্সিকিউটিভ ডিরেক্টর এহসান সরোয়ার চৌধুরী, সহ-পৃষ্ঠপোষক বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন মেজর রুহুল আমিন (অব.) এবং সহ-পৃষ্ঠপোষক নগদ এর সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর রিয়াজুল হোসেনা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত হতে স্বাস্থ্যবিধি মেনে পুরুষ খেলোয়াড় ১১৩ জন ও মহিলা খেলোয়াড় ২৯ জন অংশ নিচ্ছেন।
পুরুষ-মহিলা সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলসসহ মোট পাঁচটি ইভেন্টে এ টুর্নামেন্টের প্রাইজমানি চার লাখ টাকা। এ ছাড়া অংশ গ্রহণকারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেয়া হবে ফেডারেশনের পক্ষ থেকে।
বাসস/১৯০৫/স্বব