মাগুরায় মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

552

মাগুরা, ২০ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলার সদর উপজেলার কদমতলা এলাকায় মিল্কভিটার উদ্যোগে আজ ‘মনোয়ারা জামান দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন।
এছাড়াও মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক অমর চাঁন বণিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি চালু হলে প্রতিদিন স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রায় পাঁচহাজার লিটার দুগ্ধ সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, মনোয়ারা জামান দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে নির্মানের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ২০ শতাংশ জমি দান করেছেন।