বাসস দেশ-২৮ : বগুড়ায় শজিমেকে ডেন্টাল ইউনিট চালু হতে যাচ্ছে

121

বাসস দেশ-২৮
ডেন্টাল ইউনিট-শজিমেক
বগুড়ায় শজিমেকে ডেন্টাল ইউনিট চালু হতে যাচ্ছে
বগুড়া, ১৯ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) শিগগিরই ডেন্টাল ইউনিট চালু হতে যাচ্ছে। চলতি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধিদল আজ রোববার শজিমেক পরিদর্শন করেন।
শজিমেক-এর অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, শজিমেকে ডেন্টার ইউনিটের জন্য পঞ্চাশ আসনের চাহিদাপত্র দেয়া হয়েছে। তিনি আরো জানান, চলতি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শকদলে ছিলেন- বিএমডিসি’র পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আহসান হাবীব, উপ-পরিচালক ডা. আরিফ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা শাখার মহাপরিচালক মবিনুল ইসলাম, পরিচালক ডা. রোকেয়া বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) মো. মোশারফ করিম।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১০/-এমকে