বাজিস-২ : সাফ ফুটবলের অনুর্ধ্ব-১৫ জাতীয় দল গঠনে নীলফামারীতে প্রশিক্ষণ

171

বাজিস-২
নীলফামারী-প্রশিক্ষণ
সাফ ফুটবলের অনুর্ধ্ব-১৫ জাতীয় দল গঠনে নীলফামারীতে প্রশিক্ষণ
নীলফামারী, ১২ আগস্ট, ২০১৮ (বাসস) : সাফ ফুটবলের অনুর্ধ্ব-১৫ জাতীয় দল গঠনে ৩ মাসের আবাসিক ফুটবল প্রশিক্ষণ চলছে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে গত শুক্রবার বিকেলে ওই প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য সাফ ফুটবলের অনুর্ধ্ব-১৫ জাতীয় দল তৈরীর লক্ষে সারা দেশ থেকে প্রাথমিকভাবে ৩৪ জনকে বাছাই করা হয়েছে। বাছাই করা ৩৪ জনকে ওই ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এদের মধ্য থেকে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে জাতীয় দল গঠন করা হবে। পারভেজ বাবুর নেতৃত্বে প্রশিক্ষক দলে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম, মাহবুব আলম ও মিজানুর রহমান।’
তিনি জানান, প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম সফিকুল আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দীপক চক্রবর্তী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মো. পারভেজ বাবু প্রমুখ।
বাসস/সংবাদদাতা/রশিদ/১২৩৫/নূসী