মাহমুদুল্লাহর কন্ঠে সতীর্থদের প্রশংসা

277

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২০ (বাসস) : শক্তিশালী গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতে মাহমুদুল্লাহ-মাশরাফির জেমকন খুলনা। সাকিব আল হাসানের অনুপুস্থিতি সত্বেও দলের অন্যান্য খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে শিরোপার স্বাদ নেয় মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দলটি। তাই ফাইনাল শেষে দলের সতীর্থদের প্রশংসায় ভাসান মাহমুদুল্লাহ।
গতরাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করতে পারে চট্টগ্রাম। ফলে ট্রফি যায় খুলনার ঘরে।
শিরোপা জয়ের কৃতিত্ব সকলকে দিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা খেলেছে, সবকিছু ছিলো দুর্দান্ত। তাদের সবকিছুই ঢেলে দিয়েছে তারা। তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’
ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ সময়ে বড় ইনিংস খেলতে না পারলেও, ফাইনালের মঞ্চে প্রয়োজনীয় সময়ে ঠিকই জ্বলে উঠেন মাহমুদুল্লাহ। দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়াই তার প্রধান লক্ষ্য ছিলো বলে জানান মাহমুদুল্লাহ., ‘আমরা কিছু উইকেট হারিয়েছিলাম শুরুতে। দ্রুত উইকেট হারানো সব সময়ই ব্যাটসম্যানদের জন্য চাপের। আমাদের বড় জুটির দরকার ছিল। আমাদের আরো বড় সংগ্রহ করতে হতো। কারণ, উইকেট খুবই ভালো ছিল। যেভাবেই হোক, ১৫০ করতে পেরেছি আমরা।’
নিজের ব্যাটিং নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারিনি। কিন্তু আমি হাল ছাড়িনি। ফাইনালে ভালো করতে পেয়ে আমি খুশী।’
ইনজুরির কারনে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফি বিন মর্তুজা। পরবর্তীতে লটারিতে খুলনার হয়ে খেলার সুযোগ পান ম্যাশ। ৪ ম্যাচে ৭ উইকেট নেন। এরমধ্যে একটি ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট ছিলো তার। বাংলাদেশের ওয়ানডের সেরা অধিনায়ক মাশরাফির সহায়তা পেয়েছেন বলে অকপটে স্বীকারও করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাকে দলে পেয়ে।’
অধিনায়কও হিসেবে নজর কেড়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি দলনেতা। গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস ওয়ানডে কাপের শিরোপা জিতেছিলো মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ। এবার টি-টুয়েন্টি ফরম্যাটে বঙ্গবন্ধু কাপ। ফলে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডাবল শিরোপা জয়ের স্বাদ নেন রিয়াদ।