বাসস বিদেশ-৪ : মেক্সিকোয় সাংবাদিক হত্যার ঘটনায় প্রাক্তন মেয়র গ্রেফতার

299

বাসস বিদেশ-৪
মেক্সিকো-গ্রেফতার
মেক্সিকোয় সাংবাদিক হত্যার ঘটনায় প্রাক্তন মেয়র গ্রেফতার
সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো, ১৮ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মেক্সিকোর উত্তরাঞ্চলে চিহুয়াহুয়া রাজ্যে ২০১৭ সালে সাংবাদিক মিরোস্লাভা ব্রিচ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার এক প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
ঘটনার বিশদ বিবরণ না দিয়ে প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চিহুয়াহুয়া আদালত চিনিপাসের প্রাক্তন মেয়র হুগো আমেদ শাল্টজকে ওই হত্যার সঙ্গে জড়িত “থাকার “সম্ভাব্য ব্যক্তি বলে প্রমান করায় সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,“ তিনি একটি সংঘঠিত অপরাধ চক্রকে তথ্য সরবরাহ ও নির্দেশ প্রদান করায় এ হত্যাকা- সংঘঠিত হয়েছে।”
ম্যাক্সিকোতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক সাংবাদিক নিহত হয়েছে। তবে ৯০ শতাংশ হত্যার ঘটনা অনুদ্ঘাটিত রয়ে গেছে। দেশের মাদক চক্রের লড়াইয়ের সংবাদ সংগ্রহকারী যে ১১ জন সাংবাদিক ২০১৭ সালে হত্যাকান্ডের শিকার হন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রিচ।
বাসস/ অনু- জেজেড/২২০০/-শআ