বঙ্গবন্ধু টি-টুয়েন্টি: সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ

743

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : ২২ উইকেট নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বোচ্চ শিকারী হলেন গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে ২৪৩ রান দিয়ে ২২ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন বেক্সিমকো ঢাকার পেসার মুক্তার আলী।
মুক্তারের পর ১৬টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি ও গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম। ১ উইকেট কম নিয়ে এবারের টুর্নামেন্টে উইকেট শিকারে শীর্ষ পাঁচে আছেন জেমকন খুলনার শহিদুল ইসলাম। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম) ১০ ১০ ৩৮.৫ ২৪৩ ২২
মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা) ১০ ১০ ৩১.০ ২৮৫ ১৭
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) ৯ ৯ ৩৩.০ ২৮৬ ১৬
শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম) ১০ ১০ ৩৮.০ ৩০৪ ১৬
শহিদুল ইসলাম (জেমকন খুলনা) ৮ ৮ ২৬.৫ ২০৫ ১৫