বাসস ক্রীড়া-১৪ : সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন

149

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি-ব্যাটিং
সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : আজ শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। ১০ ইনিংসে ৩৯৩ রান করেছেন তিনি। আসরে তিনটি হাফ-সেঞ্চুরি করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ অনবদ্য ৭৮ রানের ইনিংস খেলেন লিটন।
দ্বিতীয় সর্বোচ্চ ৩২৪ রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক টুর্নামেন্টে ৯ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিও করেছেন।
৮ ইনিংসে ৩০১ রান করে তালিকার তৃতীয় স্থানে মিনিস্টার রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন শান্তই। ফরচুন বরিশালের বিপক্ষে তার সেঞ্চুরিটি এসেছিলো। ঐ ম্যাচে ১০৯ রান করেছিলেন তিনি। সেঞ্চুরি ছাড়াও দু’টি অর্ধশকত ছিলো এই বাঁ-হাতি ব্যাটসম্যানের।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট ১০০ ৫০
লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম) ১০ ১০ ৩৯৩ ৪৯.১২ ১১৯.৪৫ ০ ৩
তামিম ইকবাল (ফরচুন বরিশাল) ৯ ৯ ৩২৪ ৪০.৫ ১১৫.৩০ ০ ২
নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার রাজশাহী) ৮ ৮ ৩০১ ৩৭.৬২ ১৫৬.৭৭ ১ ২
ইয়াসির আলি (বেক্সিমকো ঢাকা) ৯ ৯ ২৯৪ ৩৬.৭৫ ১২৪.৫৭ ০ ২
সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম) ১১ ১১ ২৯২ ২৯.২ ১২৫.৮৬ ০ ২
বাসস/এএমটি/২০৫২/স্বব