বাসস ক্রীড়া-১০ : নেপালের কোচ হলেন হোয়াটমোর

136

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-হোয়াটমোর
নেপালের কোচ হলেন হোয়াটমোর
কাঠমুন্ডু, ১৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : ডেভ হোয়াটমোরকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
এক বিবৃতিতে নেপালের ক্রিকেট সংস্থা জানায়, ‘নতুন লক্ষ্য নির্ধারন করে হোয়াটমোরকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০২২ সালের অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপে দলকে দেখতে চায় বোর্ড। এ জন্যই হোয়াটমোরকে নিয়োগ দেয়া। নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে উন্মুখ হয়ে আছেন তিনি।’
গত ফেব্রুয়ারিতে উমেশ পাতওয়াল সরে দাঁড়ানোর পর নেপালের কোচের পদটি খালি পড়ে ছিলো। সেই জায়গায় বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিলো সিএএন।
১৯৯৬ সালে কোচ হিসেবে শ্রীলংকাকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দিয়েছিলেন হোয়াটমোর। আর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন।
বাসস/এএমটি/১৯২২/স্বব