বঙ্গবন্ধু টি-টুয়েন্টি: ফাইনালে খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিংএ চট্টগ্রাম

200

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে মাহমুদুুল্লাহ-মাশরাফির জেমকন খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
লিগ পর্বে ৮ খেলায় ৭টি জয় ও ১টি হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠে লিটন-সৌম্য-মিঠুনের চট্টগ্রাম। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে প্লে-অফে নাম লেখায় খুলনা।
পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হওয়ায় প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা। সেই ম্যাচে মাশরাফি বিন মর্তুজার বিধ্বংসী বোলিংএ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে খুলনা। ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন মাশরাফি।
খুলনার কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ হয় চট্টগ্রাম। ঐ ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম।
লিগ পর্বের দু’বারই খুুলনাকে হারিয়েছিলো চট্টগ্রাম। প্রথম পর্বে ৯ উইকেটে ও ফিরতি পর্বে ৩ উইকেটে জয় পায় চট্টগ্রাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাদিফ চৌধুরি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।
জেমকন খুলনা : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), জহিরুল ইসলাম, জাকির হাসান, ইমরুল কায়েস, আরিফুল হক, শামিম হোসেন, শুভাগত হোম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শহিদুল ইসলাম ও মাশরাফি বিন মর্তুজা।