কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন টাউন হল সংরক্ষণে গণশুনানী আগামীকাল

536

কুমিল্লা, ১৮ ডিসেম্বর, ২০২০ (বাসস) : আগামীকাল ১৯ ডিসেম্বর শনিবার কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন টাউন হলের ঐতিহ্যবাহী ভবনটি প্রত্ন সম্পদ হিসেবে সংরক্ষণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সাধারণের মতামতের জন্য গণশুনানী অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নীতি কমিটির উদ্যোগে টাউন হলের ভবন প্রত্ন সম্পদ হিসেবে সংরক্ষণে সাধারণের মতামতের জন্য গণশুনানীর আয়োজন করা হয়েছে।
বেলা ১১ টায় টাউন হল মাঠে গণশুনানী গ্রহণ করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান ইলিয়াস। এ সময় মন্ত্রণালয় কর্তৃক গঠিত আহবায়ক কমিটির ১৩জন সদস্য উপস্থিত থাকবেন।
এদিকে কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সদস্য মো. হেলাল উদ্দিন গণশুনানীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নগরীতে মাইকিং করা হচ্ছে।