বাসস ক্রীড়া-১১ : হাই-ভোল্টেজ ফাইনালে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় খুলনা

148

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি-ফাইনাল
হাই-ভোল্টেজ ফাইনালে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় খুলনা
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শুরু থেকে ছিলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরি থেকে সুস্থ হবার পর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার উপযুক্ত হন ম্যাশ। লটারির মাধ্যমে তাকে দলে পায় জেমকন খুলনা। তাই লটারিতে পাওয়া মাশরাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীকালের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারাতে চায় খুলনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক হিসেবে তার রয়েছে দারুন সাফল্য । বিভিন্ন দলের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন মাশরাফি।
খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘কোন সন্দেহ নেই, মাশরাফির অর্ন্তভুক্তি দলে ইতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, ‘সে অনেক বেশি অভিজ্ঞ। আমরা যখন তার সাথে কথা বলি, তখন আমরা অভিজ্ঞতাটি ভাগ করে নিতে পারি। অধিনায়ক হিসাবে আমিও মাশরাফিকে দলে পেয়ে ভাগ্যবান। কারণ তিনি আমাকে মাঠের ভেতর এবং বাইরে অনেকভাবে সাহায্য করতে পারেন।’
মাহমুদুল্লাহ জানান, আগামীকালের ফাইনালে মাশরাফির অভিজ্ঞতা সহায়ক হবে।
প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে খুলনা। তবে লিগ পর্বে দু’বার চট্টগ্রামের হেরেছিলো খুলনা।
মাহমুদুল্লাহ বলেন, ‘আমি সব সময়ই মাশরাফির কাছ থেকে টিপস নিতে পছন্দ করি। তিনি আমাদের ইতিহাসের সেরা অধিনায়ক। চারবার বিপিএল ফাইনাল খেলেছিলেন এবং চারবার বিপিএল ট্রফি জিতেছেন ম্যাশ। তার অভিজ্ঞতা আমাদের অনেক বেশি সাহায্য করবে। এজন্য তাকে পেয়ে আমরা ভাগ্যবান।’
ফাইনালে সাকিবকে মিস করবেন মাহমুদুল্লাহ। তবে সাকিবের অনুপস্থিতি অন্যদের জন্য বড় সুযোগ বলে মনে করেন তিনি।
মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিব যদি এখানে থাকতেন তবে তা আমাদের জন্য ইতিবাচক হতো। সাকিবের সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। তবে তার অনুপস্থিতি আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। যারা তার জায়গা পূরণ করবেন, আমি আশা করি তারা দায়িত্ব নিতে পারবে ও তা প্রদর্শন করতে পারবে।’
বাসস/এএমটি/২০২৪/স্বব