বাসস দেশ-২৭ : দেশের বিভিন্ন স্থানে পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

126

বাসস দেশ-২৭
পুলিশ-বীরমুক্তিযোদ্ধা- সংবর্ধনা
দেশের বিভিন্ন স্থানে পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আজ পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বাসস সংবাদদাতাগণ জানান-
নাটোর : জেলা পুলিশ বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। আজ বেলা ১২টায় পুলিশ লাইন্সের ড্রিল হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। সংবর্ধনায় পুলিশ সুপার বলেন, দেশের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধাদের জীবন বাজি রাখা কৃতিত্বপূর্ণ অবদানের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশের সেবায় মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সতত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকা প্রয়োজন আমাদের। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা মো. সোলায়মান বীর প্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ৭১’র রণাঙ্গণের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। নাটোর সার্কেলের অীতরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং তাদেরকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
নওগাঁ : মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের বৃহষ্পতিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল আকতারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, সাবেক উপজেলা কমান্ডার গোলাম সামদানী, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন চিশতি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ১৩, সাপাহারে ৮, মহাদেবপুরে ৬, বদলগাছিতে ৫, মান্দায় ৩, আত্রাইয়ে ৩, রানীনগরে ২, ধামইরহাটে ২ ও নিয়ামতপুরে ১ জনসহ মোট ৪৩ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
গোপালগঞ্জ : জেলার মুকসুদপুরে পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি পুলিশ সদস্য বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা। বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, থানার ইনেসপেক্টর তদন্ত আমিনুর রহমান সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম ও থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা পুলিশের প্রায় ৫০ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন কর্মকা-ের বীরত্বগাঁথা শোনা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২৫/কেজিএ