বিএসএমএমইউ ও অধিভুক্ত প্রতিষ্ঠানের এমডি ও এমএস কোর্সে ভর্তি পরীক্ষা কাল

323

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের রেসিডেন্সী প্রোগ্রাম ফেইজ-এ, এমডি ও এমএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফল আগামীকালই প্রকাশ করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজধানীর বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মুল ক্যাম্পাস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে একই সময়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ৫টি অনুষদে ১০৪৮টি আসনে বিপরীতে মোট ৮ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন।
অনুষদ ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হল মেডিসিন অনুষদে ২৮১০ জন, সার্জারী অনুষদে ৩৬৯৪ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৭৯৭ জন, ডেনটিসট্রি অনুষদে ৪১০ জন এবং শিশু অনুষদে ৭৮৭ জন।
অনুষদ ভিত্তিক আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে ৩৭৮টি, সার্জারী অনুষদে ৪৮৫টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১২৪টি, ডেনটিসট্রি অনুষদে ৪৮টি এবং শিশু অনুষদে ১১৩টি।