বাসস ক্রীড়া-৮ : দর্শক শূন্য স্টেডিয়ামকে সুযোগ দেখছেন চট্টগ্রাম

143

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-স্টেডিয়াম
দর্শক শূন্য স্টেডিয়ামকে সুযোগ দেখছেন চট্টগ্রাম
ঢাকা,১৭ ডিসেম্বর.২০২০(বাসস): দর্শ শুন্য স্টেডিয়ামকে নিজেদের সুযোগ হিসেবে দেখছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নিজ দলের খেলোয়াড়দের ফাইনাল খেলার খুব বেশি অভিজ্ঞতা না থাকায় দর্শক শুন্য মাঠকে সুযোগ হিসেবে দেখছেন সালাউদ্দিন।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ক্রিকেটের ফাইনালে শেরে-বাংলা স্টেডিয়ামে আগামীকাল জেমকন খুলনার মোকাবেলা করবে চট্টগ্রাম।
তারকা সমৃদ্ধ খুলনা দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েসসহ আরো অনেক খেলোয়াড়, যারা ক্যারিয়ারে অনেক ফাইনাল ম্যাচ খেলেছেন। অন্য দিকে সৌম্য সরকার, লিটন দাস, মিথুন এবং আরো কয়েকজন উঠতি কার্যকর খেলোয়াড় থাকলেও মাশরাফি, রিয়াদদের ন্যায় এত বেশি ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই।
ফাইনালে ওঠার পথে যদিও চট্টগ্রাম মাত্র দুটি ম্যাচ হেরেছে, যা তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। তবে তারপরও প্রতিপক্ষ খুলনাকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন। প্রথম কোয়ালিফাইয়ারে কোচের কথাই সত্যি হয়েছে। গ্রুপ পর্বে খুলনাকে দুইবার হারালেও প্রথম কোয়ালিফাইয়ারে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে চট্টগ্রামকে।
সালাউদ্দিন আজ বরেন,‘ কয়টা ম্যাচ জিতে আমরা ফাইনালে এসেছি সেটা কোন বিষয় নয়। আপনাকে চ্যাম্পিয়ন হতে হলে সেখানে অনেক কিছুই জড়িত থাকে।’
তিনি আরো বলেন,‘ উভয় দলেই অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং দুই দলেই তরুণ খেলোয়াড়ের সংখ্যা কম। আমি মনে করি টি-টোয়েন্টি অভিজ্ঞদের খেলা। মাঠে যারা ধৈর্য্যরে পরিচয় দিতে পারবে তারাই চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকবে। এ দিক থেকে খুলনা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে, কেননা তাদের দলে বড় তারকা খেলোয়াড় বেশি রয়েছে।’
সালাউদ্দিন বলেন,‘ফাইনাল ম্যাচ খেলার হিসেব করলে আমার ছেলেদের খুব বেশি অভিজ্ঞতা নেই। তারপর মাঠ তর্শক শুন্য। আমি মনে করি এটাই আমাদের জন্য একটা সুযোগ। মাঠে দর্শক থাকলে সেটা আমাদের জন্য কিছুটা সমস্যা হতো। কারণ দর্শকদের প্রত্যাশা আমার খেলোয়াড়ের জন্য একটা চাপ বা বোঝা হয়ে যেত। কোন দর্শক না থাকাটা আমাদের জন্য স্বস্তির।’
তবে গ্রুপ পর্বের ন্যায় খেলোয়াড়দের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স চান সালাউদ্দিন। তার মতে খেলোয়াড়দের ধারাবাহিকতা থাকলে ফাইনালে খুলনার চেয়ে তাদের একটা সুযোগ থাকবে।
তিনি বলেন,‘ পুরো টুর্নামেন্ট জুড়েই আমাদের ধারাবাহিকতা ছিল। ফাইনালে খুলনার বিপক্ষে ম্যাচে আমরা শেষবারের মত ধারাবাহিক হতে চাই।’
বাসস/এসএমপি/১৭৪০/স্বব