বাজিস-১০ : নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা

164

বাজিস-১০
নওগাঁ-সভা
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
নওগাঁ, ১১ আগস্ট ২০১৮ (বাসস) : জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মুল ¯্রােতধারায় প্রতিষ্ঠার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সাথে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাদের এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।
নওগাঁ’র পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী এবং জেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সহ-সভাপতি মুন্নি শর্মা।
অন্যান্যের মধ্যে প্রকল্পের সমন্বয়কারী মোঃ নুরুন্নবী শান্ত, মহাদেবপুর উপজেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি আজাদুল ইসলাম, পতœীতলা উপজেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি মোশারফ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
এ ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের বিভিন্ন সমস্যা প্রতিকুলতা তুলে ধরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সুবাস চন্দ্র হাড়ি, আরতি পাহান, রাজু চন্দ্র বাঁশফোড়, যোগেশ ওড়াও, ভরত চন্দ্র পাহান, সুদেব পাহান এবং শ্রীমতি গীতা রানী ঋষি।
সভায় জেলা এ্যাডভোকেসী প্লাটফরমের সদস্যবৃন্দ, মহাদেবপুর ও পতœীতলা উপজেলা এ্যাডভোকেসী প্লাটফরমের নেতৃবৃন্দ, আদবিাসী ও দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৯৩৩/মরপা