বিলিচের স্থানে অলড্রিচকে নিয়োগ দিল ওয়েস্ট ব্রুম

536

লন্ডন, ১৭ ডিসেম্বর ২০২০ (বাসস) : প্রিমিয়ার লিগে ধুকতে থাকা ওয়েস্ট ব্রুমউইচের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ম্যানেজার স্যাম অলড্রিচ। বুধবার স্লাভেন বিলিচকে সরিয়ে দেবার পরপরই অলড্রিচের নিয়োগের বিষয়টি ক্লাবের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
৫২ বছর বয়সী ক্রোয়েশিয়ান বিলিচের অধীনে এবারের লিগে কোনভাবেই নিজেদের মেলে ধরতে পারছিল না ওয়েস্ট ব্রুম। মঙ্গলবার যদিও ম্যানচেস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করে হার এড়িয়েছিল। ম্যাচটি ছিল প্রিমিয়ার লিগে বিলিচের শততম ম্যাচ। কিন্তু ১৩ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ক্লাবটি বর্তমান টেবিলের ১৯তম স্থানে রয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়নশীপ থেকে উন্নীত হওয়া ওয়েস্ট ব্রুমের সাথে ১৮ মাস কাজ করার সুযোগ পেয়েছেন বিলিচ। কিন্তু এবারের মৌসুমে দলের একের পর এক ব্যর্থতায় বিলিচের বিদায় নিশ্চিত হয়েছে। মৌসুম শেষে দলবদলের বাজারেও খুব একটা গুরুত্বপূর্ণ কিছু করে দেখাতে পারেননি বিলিচ। যদিও ক্লাব থেকে তাকে দলবদল বাবদ তাকে মাত্র ২০ মিলিয়ণ পাউন্ড দেয়া হয়েছিল। এ পর্যন্ত ১৩ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট অর্জণ করা ক্লাবটি এবার ২৬ গোল হজম করেছে যা ক্লাবের সবচেয়ে বাজে রেকর্ডের অন্যতম। মাত্র একটি লিগ ম্যাচে তারা জয়ী হয়েছে। তাও আবার তলানির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।
২০১৮ সালে এভারটন ছেড়ে আসা ৬৬ বছর বয়সী অলড্রিচকে ১৮ মাসের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।