বাসস দেশ-৯ : সাংবাদিক কাজলকে ২ মামলায় জামিন

206

বাসস দেশ-৯
সাংবাদিক-হাইকোর্ট-জামিন
সাংবাদিক কাজলকে ২ মামলায় জামিন
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ভার্চ্যুয়াল ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এর আগে শেরে বাংলা নগর থানার আনা একটি মামলায় ২৪ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সাংবাদিক কাজল। এখন কাজলের জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়।
এর পর গত ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দ’ুটিমামলা হয়। মামলা হওয়ার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন।
নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের অভিযোগে ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে থেকে কারাগারে রয়েছেন কাজল।
বাসস/এএসজি/ডিএ/-১৪৩৪/আসাচৌ