বাসস দেশ-১৬ : রাজশাহী বিভাগের উন্নয়ন পর্যালোচনায় নাটোরে বিশেষ সভা

152

বাসস দেশ-১৬
উন্নয়ন-সভা
রাজশাহী বিভাগের উন্নয়ন পর্যালোচনায় নাটোরে বিশেষ সভা
নাটোর, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : রাজশাহী বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নাটোরে বিভাগীয় বিশেষ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসেেকর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।
তিনি বলেন,সরকারী কর্মকর্তাদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে পরিকল্পনা প্রনয়ন ও তার বাস্তবায়ন প্রয়োজন। ভিশন-২০২১, এসডিজি-২০৩০, ভিশন-২০৪১ এর পাশাপাশি আমরা ২১০০ সালের উন্নয়ন মহাপরিকল্পনা প্রনয়ন করছি।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মুখ্য প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ এস এম মোস্তাফিজুর রহমানসহ নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সভায় বক্তব্য রাখেন।
বাসস/সবি/এসএস/১৮১৩/কেএমকে