বাসস ক্রীড়া-১২ : বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেল জিম্বাবুয়ে

172

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-২০২৩ বিশ্বকাপ বাছাইপর্ব
২০২৩ বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেল জিম্বাবুয়ে
দুবাই, ১৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজনের দায়িত্ব পেল জিম্বাবুয়ে।
বাছাইপর্বের আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে, বুধবার এক বিবৃতিতে এমনটাই জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৩ সালের ১৮ জুন থেকে শুরু হবে বাছাইপর্বের লড়াই। যা শেষ ৯ জুলাই। বাছাই পর্ব থেকে শীর্ষ দুই বা তিন দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
২০২৩ সালের অক্টোবরে ভারতের শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ডে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো ভারতের বিশ্বকাপেও ১০টি দল অংশ নিবে।
ইতোমধ্যে ১৩টি দলকে নিয়ে বিশ্বকাপের ওয়ানডে সুপার লিগ শুরু করেছে আইসিসি। পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
স্বাগতিক হিসেবে ভারত এমনিতেই বিশ্বকাপে খেলবে। আর যদি সুপার লিগে শীর্ষ সাতের মধ্যে থাকে ভারত, তবে বাছাই পর্ব থেকে তিনটি দলকে নেয়া হবে। আর যদি সুপার লিগে শীর্ষ সাতে ভারত না থাকে, তবে বাছাই পর্ব থেকে দু’টি দল নেয়া হবে।
বাসস/এএমটি/২০১০/স্বব