বাসস ক্রীড়া-১০ : বেনজামার প্রশংসায় জিদান

157

বাসস ক্রীড়া-১০
ফুটবল-জিদান
বেনজামার প্রশংসায় জিদান
মাদ্রিদ, ১৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : করিম বেনজামার জোড়া গোলে গতরাতে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলওবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা চার ম্যাচে জিতলো রিয়াল। আর শেষ চার ম্যাচেই গোল করেছেন বেনজামা। গতকালের ম্যাচ শেষে বেনজামার প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
জিদান বলেন, ‘ফ্রান্সের সব সময়ের সেরা স্ট্রাইকার বেনজামা। আমার কাছে সেরা খেলোয়াড়ের মধ্যে পড়ে সে। কারণ অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদে আছে সে এবং নিজেকে প্রমাণ করে চলেছে। সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
জিদান আরও বলেন, ‘সে পাঁচশ’র বেশি ম্যাচ খেলেছে এবং অনেক গোল করেছে। তার অর্জনই বলে দেয়, বেনজামা কেমন খেলোয়াড়।’
২০০৯ সালে রিয়াল মাদ্রিদের যোগ দেন বেনজামা। এখন পর্যন্ত ৩৬০ ম্যাচে ১৭৫টি গোল করেছেন তিনি। ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে যাবার পর দলের আক্রমণভাগের দায়িত্ব গিয়ে পড়ে বেনজামার কাঁধে। দায়িত্ব ভালোভাবই পালন করে চলেছেন বেনজামা।
তাই বেনজামাকে পরিপূর্ণ খেলোয়াড় বলতে দ্বিধা করেননি জিদান। তিনি বলেন, ‘আগের চেয়ে আরও পরিপূর্ণ খেলোয়াড় বেনজামা। সে সব সময়ই গোল করার চিন্তা করে। তার এই গুণটাই আমার খুবই ভালো লাগে।’
বাসস/এএমটি/২০০০/স্বব