বাসস ক্রীড়া-৯ : বাংলাদেশের ক্রিকেটারের নামে ইংল্যান্ডের দ্য ওভাল স্টেডিয়াম

143

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-রতন
বাংলাদেশের ক্রিকেটারের নামে ইংল্যান্ডের দ্য ওভাল স্টেডিয়াম
লন্ডন, ১৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে কারনে লকডাউনের সময় বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় বিশেষ সম্মান জানিয়ে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়ামের নাম বদলে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতনের নামে রাখা হয়েছে। এটি এখন ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’। যা ২৪ ঘণ্টা বহাল থাকবে। বর্তমানে লন্ডন ক্যাপিট্যাল কিডস ক্রিকেট চ্যারিটির নেতৃত্বে রয়েছেন শহীদুল আলম রতন। ক্যাপিট্যাল কিডস ক্রিকেট মূলত একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান।
করোনা মহামারীর সময় তৃণমূলের ক্রীড়া কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে নানান উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের কেনিংটন ওভাল স্টেডিয়াম। সেই সম্মানের তালিকাতে নাম আছে রতনেরও।
লকডাউন চলাকালীন বাচ্চাদের সক্রিয় রাখতে একটি ডিজিটাল এক্টিভিটি জোন তৈরি করেছিল ক্যাপিট্যাল কিডস ক্রিকেট। এসব কাজের দায়িত্বে ছিলেন রতন। সবকিছু দেখভাল করেছিলেন তিনি। লন্ডনের পিছিয়ে পড়া এলাকার সুবিধাবঞ্চিতদের শারীরিক, মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের নিয়ে ভার্চুয়াল সেশন, পারিবারিক পরামর্শের ব্যবস্থাও করেছিলেন রতন।
বাংলাদেশের টেস্ট পূর্ববর্তী যুগে ৮০ ও ৯০’র দশকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিলেন রতন। ঢাকার ক্রিকেটে মোহামেডান-ওয়ারির হয়ে খেলেছেন তিনি।
বাসস/এএমটি/১৮৪৫/স্বব