বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ব্যাপারে কোন আপোস হবে না : তোফায়েল আহমেদ

412

ভোলা, ১৬ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ব্যাপাওে কোন ধরনের আপোস করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভার্স্কযের ব্যাপার নিয়ে কোন আপোস নেই। যতো দিন বাংলাদেশ থাকবে ,বাংলার মানুষ থাকবে ততো দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভার্স্কয হবেই। এটাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
তোফায়েল আহমেদ আজ বুধবার দুপুরে ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, বাংলাদেশের মানুষের মুখে যখন হাসি,বাংলাদেশ যখন আর্ন্তজাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল । সেই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়ে উঠেছে ভাস্কর্যকে সামনে নিয়ে।
দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ৭ মার্চ জাতির পিতা ঐতিহাসিক বক্তব্যের মাধ্যমে বাংলার সাড়ে ৭ কোটি মানুষকে এক মোহনায়, এক কাতারে দাড় করিয়েছিলেন। ৯ মাস যুদ্ধ করে হানাদার মুক্ত হয়ে আজকের এই দিনে বিজয় ছিনিয়ে আনি।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।