বাসস ক্রীড়া-১ : ‘আমি মরেও বারবার চাইবো এ পতাকার তলে আসতে’

185

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-মাশরাফি
‘আমি মরেও বারবার চাইবো এ পতাকার তলে আসতে’
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২০ (বাসস) : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। আজ বিজয়ের ৪৯ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি।
এই বিজয়ের দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও ওয়ানডেতে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে জাতীয় পতাকার ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না, আমার অস্তিত্ব,আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।
৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিন¤্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
‘‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা।’’
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছো।’
বাসস/এএমটি/১৬৩৫/স্বব