বাসস দেশ-৫৬ : মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন আরও ৬১ বীরাঙ্গনা

809

বাসস দেশ-৫৬
বীরাঙ্গনা-স্বীকৃতি
মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন আরও ৬১ বীরাঙ্গনা
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সরকার আরও ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১৪ ডিসেম্বর গেজেটও জারি করা হয়েছে।
এ নিয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০০ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য অন্যান্য সকল সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
স্বীকৃতিপ্রাপ্ত ৬১ জন বীরাঙ্গনা হলেন- কিশোরগঞ্জের নিকলী খালিশা হাটি গ্রামের সিজু বেগম, মৌলভীবাজারের মানগাওয়ের বেগম আছকিরুন নেছা, নাটোরের বড়গাছা পালপাড়ার আশালতা পাল, পিরোজপুরের পশারীবুনিয়ার রেনুকা চক্রবর্তী, ময়মনসিংহের পাইকা শিমুলের মৃত রেনু বেগম, ব্রাক্ষণবাড়িয়ার চান্দির সাহেরা বেগম, বগুড়ার বারপুর স্কুলপাড়ার জরিনা বিবি, ঠাকুরগাঁওয়ের কাশিপুরের (ঝাবরটলা) রোপন বেওয়া, মোজেফা খাতুন, পটুয়াখালীর টাউন কালিকাপুরের হাজেরা বেগম, গিলাবুনিয়ার ফুল বরু ওরফে ফুল বানু, ইটবাড়িয়ার মনোয়ারা বেগম, বোতলবুনিয়ার সালেহা বেগম, গেড়াখালীর আনোয়ার বেগম, ইটবাড়িয়ার ছৈতুন নেছা, রিজিয়া বেগম, গোরস্থান রোডের মৃত জোবেদা, ইটবাড়িয়ার মৃত হাচেন ভানু, মৃত জয়ফুল, মৃত ছকিনা খাতুন, মৃত ফুল ভানু, শিয়ালির মনোয়ারা বেগম, দুর্গাপুরের জমিলা বেগম, সাতক্ষীরার নাকিপুরের তুলসী চন্দনা রায়, খাগড়াছড়ির বড়পিলাকের রাহেলা বেগম, নাটোরের পশ্চিম মাধনগরের মানিকজান, হালিমা বেগম, সমর্থভান, ভট্টপাড়ার ইয়ারজান, রেখা বেগম, কানাইখালির হাজেরা বেগম, কাঠুয়াগাড়ীর হালিমা বেগম, সেনবাগের ছায়েরা খাতুন, হাজরার ফরিদা বেগম, দিঘাপতিয়ার লাইলী বেগম, উলুপুরের ফাতেমা বেগম, মাদারীপুরের পাখিরা রাজারচরের আয়েশা বেগম, বরগুনার তালুকের চরদুয়ানীর সালেহা খাতুন, রুপদোনার তরুণ বালা, ফরিদপুরের শোভারামপুরের মায়া রানী সাহা, বরিশালের পুরানপাড়ার হাজেরা বেগম, কুষ্টিয়ার হোসেনাবাদের সুফিয়া বেগম, হোসনেয়ারা বেগম, সিলেটের বুধিগাওয়ের জামিরুন নেছা, ব্রাহ্মনের জয়নব বিবি, লেঙ্গুড়ার জয়তুন বেগম, বাউরভাগের হাজেরা বেগম, তিতিকুল্লি’র রুকেয়া, আলমনগরের (মুড়া বস্তি) মমতা, জোৎস্না বেগম, গুরুকচির আলিপজান, বুধিগাও’র রহিমা বেগম, নবিরুন বেগম, বুধগাও হাওরের আসমা বেগম, পুকাশের সিমন্তী রাণী চন্দ, পাবনার মির্জাপুরের জামেনা খাতুন, গোপালগঞ্জের এড়োপাড়া-মোল্লাপাড়ার আমেনা বেগম, পানাইল করপাড়ার সুমি বিশ্বাস ও খুলনার কালিনগরের (স্বামীর বাড়ি) গুরুদাসী মন্ডল।
বাসস/সবি/এমএসএইচ/২২৫৩/স্বব