বাসস দেশ-৫৪ : মুক্তিযুদ্ধের চেতনা দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি যোগায় : জি.এম.কাদের

284

বাসস দেশ-৫৪
জাপা-বিজয় দিবস- শুভেচ্ছা
মুক্তিযুদ্ধের চেতনা দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি যোগায় : জি.এম.কাদের
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২০(বাসস): জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা দেশকে আরো উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়। বিজয় দিবস বাঙালী জীবনে শ্রেষ্ঠ অর্জন।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে গৌরবোজ্জ্বল দিনে দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এই কথা বলেন।
বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেন জি.এম.কাদের ।
তিনি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে- সকল মত-পথ ও ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় সুখি, সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ত আহবান জানান ।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। ৫২- এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে বীজ বপন হয়েছিলো, তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রুপ নেয়।
তিনি মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বাসস/সবি/এমএআর/২২০০/আরজি