বাসস দেশ-৪৮ (লীড) : জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

200

বাসস দেশ-৪৮
বঙ্গবন্ধুর ভাস্কর্য- মানববন্ধন ও সমাবেশ (লীড)
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ
ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার বগুড়া, ভোলা, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এসব কর্মসূচিতে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার জেলা সদরে মাবববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসমাশিস বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদসহ শিক্ষক নেতৃবৃন্দ।
বাসস-এর ভোলা সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ দুপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানবন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু তালেব, ভোলা শাখার সভাপতি মো. সফিকুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলায় আজ মঙ্গলবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ সিকদার ও শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।
বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সহকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথান ফটকের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, গাজী মোমিন উদ্দীন প্রমুখ।
এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব।মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় রাখেন প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সহসভাপতি আশেক-ই- এলাহি, সিনিয়র সাংবাদিক অরুন ব্যানার্জী প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪০/-এমকে