বাসস দেশ-৪৫ : গৃহ নির্মাণ ঋণ পেতে অর্থ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সাথে ইউজিসি’র চুক্তি

138

বাসস দেশ-৪৫
ইউজিসি-গৃহনির্মাণ
গৃহ নির্মাণ ঋণ পেতে অর্থ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সাথে ইউজিসি’র চুক্তি
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২০ (বাসস): সরকারি গৃহ নির্মাণ ঋণ পেতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অর্থ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ অর্থ বিভাগের সভাকক্ষে ড. ফেরদৌস জামান, সচিব (অতিরিক্ত দায়িত্ব), ইউজিসি, মোঃ এখলাছুর রহমান, অতিরিক্ত সচিব, বাজেট ও সামষ্টিক অর্থনীতি, অর্থ মন্ত্রণালয় ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক লি. নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ড. ফেরদৌস জামান ও মোঃ এখলাছুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইউজিসি সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে এই চুক্তি করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর করার জন্য তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং জনতা ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান। এছাড়া, তিনি সহজ শর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঋণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই চুক্তির আওতায় ইউজিসিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ পাবেন। তারা ৪ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাবেন। ২০ বছর মেয়াদি এই ঋণের বাকি ৫ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।
বাসস/সবি/এসএস/২০০৫/-শআ