বাসস দেশ-৩৩ : সরকার শীতার্তদের মধ্যে ১৬ লাখ কম্বল বিতরণ করেছে

135

বাসস দেশ-৩৩
কম্বল-বিতরণ
সরকার শীতার্তদের মধ্যে ১৬ লাখ কম্বল বিতরণ করেছে
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার সারাদেশে শীতার্ত মানুষের মাঝে মোট ১৫ লাখ ৮৮ হাজার ৮০৩ টি কম্বল বিতরণ করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র জানায়, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা (ডিসি) এসব কম্বল বিতরণ করেছেন এবং আরও ৯ লাখের বেশি কম্বল বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক উত্তরাঞ্চল, পার্বত্য চট্টগ্রাম এবং চা শ্রমিকদের বসবাসের স্থান সহ দেশের তীব্র শীতপ্রবণ এলাকাগুলোতে এসব কম্বল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হয়েছে।
দিনাজপুরে মোট ৫১ হাজার ৬০০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার ৮০০, পঞ্চগড়ে ২১ হাজার ২০০, কুড়িগ্রামে ৩৫ হাজার, নীলফামারীতে ২৯ হাজার ৫০০, লালমনিরহাটে ২১ হাজার ৭০০, রংপুরে ৫১ হাজার ৬০০, গাইবান্ধায় ৩৯ হাজার ১০০, চাঁপাইনবাবগঞ্জে ২২ হাজার ৬০০, গোপালগঞ্জে ৩২ হাজার ৭০০, জয়পুরহাটে ১৭ হাজার ১০০, নওগাঁয় ৪৭ হাজার, রাজশাহীতে ৫৩ হাজার ৪০০, নাটোরে ২৭ হাজার ৬০০, পাবনায় ৩৮ হাজার ২০০, টাঙ্গাইলে ৫৯ হাজার ৪০০, বগুড়ায় ৫৫ হাজার ২০০, সিরাজগঞ্জে ৪১ হাজার ৪০০, বাগেরহাটে ৩৫ হাজার ৯০০, সুনামগঞ্জে ৪২ হাজার ৪০০, সাতক্ষীরায় ৩৬ হাজার ৮০০, হবিগঞ্জে ৩৮ হাজার ৭০০, চুয়াডাঙ্গায় ২০ হাজার ৭০০, নড়াইলে ১৯ হাজার ৪০০, যশোরে ৪৬ হাজার ৫০০, মৌলভীবাজারে ৩৩ হাজার ২০০, মেহেরপুরে ৯ হাজার ২০০, কিশোরগঞ্জে ৫৩ হাজার ৪০০, সিলেটে ৬২ হাজার ৬০০, ঝিনাইদহে ৩৩ হাজার ৬০০, জামালপুরে ৩৫ হাজার, শেরপুরে ২৫ হাজার ৮০০, খুলনায় ৪৬ হাজার ৫০০, মাগুরায় ১৭ হাজার ১০০, কুষ্টিয়ায় ৩২ হাজার ৭০০, নেত্রকোণায় ৪১ হাজার ৯০০, পিরোজপুরে ২৫ হাজার ৩০০, ময়মনসিংহে ৮৬ হাজার ৫০০, বরগুনায় ২১ হাজার ২০০, বান্দরবানে ১৬ হাজার ১০০, খাগড়াছড়িতে ১৮ হাজার ৯০০, বরিশালে ৫৬ হাজার ৬০০, রাঙ্গামাটিতে ২৪ হাজার এবং কক্সবাজারে ৩৪ হাজার ৫০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
বাসস/সবি/এমকেডি/অনু-এমএন/১৮৪০/-শআ