বাসস দেশ-২০ : বিএসএমএমইউয়ে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

100

বাসস দেশ-২০
বিজয় দিবস-কর্মসূচি
বিএসএমএমইউয়ে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল ১০টায় বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, ও কর্মচারিরা অংশগ্রহণ করবেন।
বাসস/সবি/এসএস/১৬২০/-এএএ