ইসি প্রমাণ করেছে সুষ্ঠু নির্বাচন সম্ভব : কামরান

162
সিলেট, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রমাণ করেছে তাদের দ্বারা অবাদ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
আজ শনিবার দুপুরে সিলেট নগরীর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যে বিজয়ী হবে তাকেই অভিনন্দন জানাবেন তিনি।
গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে গোলযোগের কারণে এ দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
স্থগিত কেন্দ্র দু’টির মধ্যে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ২২১ ভোট এবং হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৬৬ ভোট রয়েছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ঘোষিত ফলাফল অনুযায়ী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪ শত ৯৬ ভোট। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮ শত ৭০ ভোট।