বাসস ক্রীড়া-৩ : চুক্তির বিষয়ে দিবালার উত্তরের অপেক্ষায় জুভেন্টাস

120

বাসস ক্রীড়া-৩
ফুটবল-দিবালা
চুক্তির বিষয়ে দিবালার উত্তরের অপেক্ষায় জুভেন্টাস
তুরিন, ১৫ ডিসেম্বর ২০২০ (বাসস) : চুক্তি নবায়নের বিষয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার উত্তরের অপেক্ষায় রয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এমন তথ্য নিশ্চিত করেছেন খোদ জুভেন্টাস সভাপতি আন্দ্রে আগনেলি। ইতোমধ্যেই দিবালাকে জুভেন্টাসের পক্ষ থেকে নতুন চুক্তির যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে তিনি ইউরোপের সর্বোচ্চ বেতন প্রাপ্ত ফুটবলারদের তালিকায় শীর্ষ ২০’এ থাকবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
রোববার জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে পাঁচ মাস পর সিরি-এ লিগে গোল পেয়েছেন দিবালা। ঐ ম্যাচের পরপরই দিবালা সাংবাদিকদের বলেছেন আগামী ২০২২ সালের জুনে শেষ হয়ে যাওয়া বর্তমান চুক্তির নবায়নের বিষয়ে তিনি জুভেন্টাসের পক্ষ থেকে এখনো কোন তথ্য পাননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘সে কারনেই আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমার চুক্তি সংক্রান্ত সব তথ্যই সঠিক নয়।’
২৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ইতোমধ্যেই চলতি বছরের শুরুতের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এদিকে আগনেলি বলেছেন ইতোমধ্যেই তাকে আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দেয়া হয়ছে। তুরিনে এক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে আগনেলি গণমাধ্যমে বলেন, ‘আমরা শান্তভাবেই তার উত্তরের অপেক্ষায় আছি। এই মুহূর্তে ইতিবাচক বিষয় হচ্ছে গোলখরা কাটিয়ে সে ফর্মে ফিরেছে। করোনভাইরাসের পরে পাওলোর বেশ কঠিন সময় যাচ্ছে। সুস্থতার প্রক্রিয়াও বেশ ধীরগতিতে হচ্ছে। জুভেন্টাসের প্রতি তার ভালবাসার বার্তা পেয়ে আমি দারুন খুশী। এর প্রতিদান সে অবশ্যই পাবে। আমরা তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখে থাকি। ইতোমধ্যেই মাঝে মাঝে সে আর্মব্যান্ড পড়ার সুযোগ পায়। নতুন চুক্তির প্রস্তাব সম্পর্কে সে জানে। আমরা এখন তার উত্তরের অপেক্ষায় আছি। ’
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। এই সময়ের মধ্যে ক্লাবের হয়ে সে ৯৭টি গোল করেছেন। পাঁচটি সিরি-এ শিরোপা ছাড়া আটটি বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। সম্প্রতি তার ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ জোড়েসোড়েই শোনা যাচ্ছে। জুভেন্টাস ছাড়ার পর গত বছর প্রিমিয়ার লিগের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারে তার যোগ দেবার সম্ভাবনা দেখা দিয়েছিল।
বাসস/নীহা/১৪৫০/স্বব