বাসস দেশ-৭ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে কর্মসূচি

219

বাসস দেশ-৭
বিজয় দিবস-কর্মসূচি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে কর্মসূচি
মেহেরপুর, ১৫ ডিসেম্বর, ২০২০ (বাসস) : মহামারি করোনাভাইরাসের কারনে সীমিত পরিসরে মেহেরপুরে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কর্মসূচির মধ্যে, আজ ১৫ ডিসেম্বর থেকে সড়কের দু’পাশে সজ্জিতকরণ, বিভিন্ন বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু। পতাকা উত্তোলন, স্বাস্থ্যবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আলোচনা, স্বাস্থ্যবিধি মেনে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, এতিমখানা-জেলখানা-হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় মহামারি করোনাভাইরাসের কারনে সীমিত পরিসরে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/কেজিএ