অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ পাচ্ছে পুলিশ

379

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ সংযোজন করা হচ্ছে বাংলাদেশ পুলিশে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, ছয় চেম্বারের আধুনিক এই টেকটিক্যাল বেল্টেই থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পট, টর্চলাইট ও ওয়্যারলেস। এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি।
পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, টেকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ মানে হাত খালি রাখা। এতে বড় অস্ত্র বহনের ঝক্কিঝামেলা আর থাকবে না। এতে পুলিশের কাজে গতি আসবে, মনোবলও বাড়বে। একই সঙ্গে পুলিশকে দেখতে আরও আধুনিক ও যুগোপযোগী লাগবে।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জন্য সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ সংযোজন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।