শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

210

শেরপুর, ১৪ ডিসেম্বর, ২০২০ (বাসস) : জেলার শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামের গৃহবধু গুলেছা বেগম (৪৫) হত্যার দায়ে স্বামী মো. রাশেদ মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার শেরপুরের জেলা ও দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামি মো. রাশেদ মিয়া শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামর বাইন উদ্দিন মিয়ার ছেলে। ভিকটিম গৃহবধু গুলেছা বেগম শ্রীবরদী উপজেলার গোলাকান্দাা গ্রামের ফজল হকের মেয়ে।
আসামির দেয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী রাশেদ মিয়া গত ২০১৭ সালে ১৩ জানুয়ারি তিন সন্তানের জননী স্ত্রী গুলেছা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আক্তার মিয়া ২০১৭ সালের ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার স্ত্রী হন্তারক স্বামী রাশেদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মিরাজ উদ্দিন।