বাসস ক্রীড়া-১১ : অ্যাবটের পরিবর্তে হেনরিকস

225

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-অস্ট্রেলিয়া
অ্যাবটের পরিবর্তে হেনরিকস
সিডনি, ১৪ ডিসেম্বর ২০২০ (বাসস) : উরুর পেশিতে চোটের কারনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার সিন অ্যাবট। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মইসেস হেনরিকস। চার বছর পর টেস্ট দলে ডাক পেলেন তিনি।
ইতোমধ্যে দেশের হয়ে ১৪টি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন হেনরিকস। আর ২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তার। ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে সর্বশেষ টেস্ট খেলেন হেনরিকস। এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।
দিবা-রাত্রির টেস্টে খেলতে না পারলেও ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার।
অ্যাবটের আগে ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি। এদিকে, প্রস্তুতি ম্যাচে মাথায় বলের আঘাত পাওয়ায় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও অনিশ্চিত।
আগামী বৃস্পতিবার থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট অ্যাডিলেড ওভালে শুরু হবে।
বাসস/এএমটি/১৮৫২/স্বব